সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) তার ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার জুনিয়র আইনজীবী শিশির মনির বলেন, ‘স্যার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।’
প্রবীণ এই আইনজীবী গত বছর ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এবং পুনরায় সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় জামায়াতের শীর্ষ নেতাদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করেন। তবে পরবর্তীতে দলটির যুদ্ধাপরাধীদের দায় স্বীকার না করা ও দলীয় সংস্কারে অনাগ্রহের কারণে ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন।
ইএ/দীপ্ত নিউজ