এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো নাস্তানাবুদ বাংলাদেশ।নির্ধারিত ৫০ ওভার ক্রিজে টিকে থাকতে পারেনি টাইগাররা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাল্লেকেলেতে ব্যাট করতে নেমে ৪২ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে সাকিব বাহিনী।
নিজের অভিষেক ম্যাচটা সুখকর হয়নি ওপেনার তানজিদ হাসান তামিমের। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে আউট হয়েছেন তিনি।
তামিম আউট হওয়ার পর খেলতে নামেন ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্ত। একের পর এক ডট দিয়ে যখন বাংলাদেশ বিপদে, তখন বিদায় নেন নাঈম শেখ। ২৩ বলে মাত্র ১৬ রান করেন এ ওপেনার। কিছুক্ষণ পর ১১ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসানও।
এক প্রান্তে উইকেট পড়লেও অন্যপ্রান্তে লড়ছিলেন শান্ত। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে গড়েন ৫৯ রানের জুটি। ৪১ বলে ২০ রান করে হৃদয় ফিরলে দ্রুত সময়ের ব্যবধানে ফেরেন মুশফিক।
এরপর মিরাজকে নিয়ে ধীরগতিতে এগোচ্ছিলেন শান্ত। দলীয় ১৪১ রানের মাথায় দুই ব্যাটারের ভুল বোঝাবুঝিতে ফিরতে হয় মিরাজকে। দীর্ঘদিন পর দলে ফিরে কাজে লাগাতে পারেননি শেখ মেহেদী। ওয়েল্লালাগের বলে হয়েছেন এলবিডব্লিউ।
বাংলাদেশের শেষ ৩ উইকেট পড়েছে ৮ বলের ব্যবধানে। ৪৪ বল বাকি থাকতেই অলআউট হয় টাইগাররা।
এসএ/দীপ্ত নিউজ