আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে প্রায় দেড় মাসের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগাররা।
বিশ্বকাপে মোট ৯ ম্যাচ খেলে কেবল দুই জয় বাংলাদেশ। চার পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান সাকিব আল হাসানের দলের। ভারত নেদারল্যান্ডসকে হারালে এই অবস্থানই থাকবে, নিশ্চিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালায় আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। এরপর হারে টানা ছয় ম্যাচ। ৮ম ম্যাচে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসে জয়।
শনিবার (১১ নভেম্বর) বিশ্বমঞ্চে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় লাল–সবুজেরা। ইনজুরির কারণে এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান অনুপস্থিত ছিলেন। যে কারণে আগেই দেশে ফেরেন তিনি। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও কোচিং স্টাফরা ক্রিকেটাদের সঙ্গে ছিলেন। তবে বিদেশি কোচিং স্টাফরা ঢাকায় ফেরেননি। নিজ নিজ দেশে ফিরেছেন তারা। দলের সঙ্গে ঢাকা ফিরেছেন শুধু হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের অধ্যায় চুকিয়ে আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা। আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ