বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে ৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব হয়েছেন আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন উমামা ফাতেমা।

সারজিস বলেন, ইতিমধ্যে অনেক ভুয়া সমন্বয়ক দেখেছি। কোনো কাঠামো না থাকায় তাদের আইনের আওতায় আনতে বা শাস্তির আওতায় আনা যায়নি। তাই আমাদের এ কমিটি গঠন করা।

শিগগিরই এ কমিটিকে পূর্ণাঙ্গ করা হবে জানিয়ে সারজিস আরও বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। এ জন্য আরও সুসংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহসমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More