বৈশাখের তাপদাহে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। টানা দুই সপ্তাহের চলমান তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী। ফলে প্রচন্ড গরমে নাকাল অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে জনসাধারণসহ প্রাণিকূলকে। তার ওপর নেই বৃষ্টির দেখা।
চলতি সপ্তাহের গত সোমবার ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুর ৩টার পর রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে রাজশাহীর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা অতি তীব্র তাপদাহ আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৪ ডিগ্রী সেলসিয়াস। আর দুপুর ৩টায় বাতাসের আদ্রতা ছিল ১৬ শতাংশ। মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনায় ‘সালাতুল ইস্তিসকার’ নামাজ আদায় ও মোনাজাত করেছেন রাজশাহীর মুসল্লিরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় মহানগরীর বিভাগীয় স্টেডিয়ামে খোলা আকাশের নিচে এ নামাজ অনুষ্ঠিত হয়। মহানগরীর বিভাগীয় স্টেডিয়ামে মাঠে খোলা আকাশের নীচে অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ এ নামাজ আদায় করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম কমিটির রাজশাহী জেলার সাধারন সম্পাদক মাওলানা আফজাল হোসেন।
এমি/দীপ্ত