ভারতের লোকসভা (জাতীয়) নির্বাচন, যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন এবং বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির কারণে বেনাপোল বন্দরে পাঁচ দিন আমদানি–রপ্তানি বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় লোকসভা নির্বাচন, বৌদ্ধ পূর্ণিমার ছুটি ও শার্শা উপজেলায় উপজেলা নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে শনিবার থেকে বুধবার পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে পুনরায় দুদেশের মধ্যে আমদানি–রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারে বিধি নিষেধে তিন দিন বাংলাদেশের কোন যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে না। তবে মেডিকেল ভিসা অথবা জরুরি ভিসা নিয়ে কোন যাত্রী যেতে চাইলে ভারতের প্রবেশ করতে পারবে।
তিনি আরও জানান, বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় যাত্রীরা এই তিন দিনে ভারতে প্রবেশ করতে পারবে। ভারতে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা তিন দিনে বাংলাদেশে ফিরে আসতে পারবে না। ২১ মে থেকে দুদেশের মধ্যে যাত্রী পারাপার আবারও স্বাভাবিক হবে।
সিঅ্যান্ডএফ এজেন্টস ও বন্দর সূত্রে জানা গেছে, ভারতের লোকসভা নির্বাচনের কারণে ১৮, ১৯, ২০ মে; মঙ্গলবার (২১ মে) বাংলাদেশের যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন এবং সোমবার (২২ মে) বৌদ্ধপূর্ণিমার ছুটি থাকবে। সে কারণে সব মিলিয়ে পাঁচ দিন ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে বেনাপোল স্থলবন্দর।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় এই বন্দর দিয়ে। পাঁচ দিনের ছুটির কারণে স্থবির হয়ে পড়বে বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দরের কার্যক্রম। এতে সীমান্তের দুপাশে পণ্যবাহী ট্রাকজট বাড়বে।
এজে/দীপ্ত সংবাদ