বিজ্ঞাপন
বুধবার, জুলাই ২, ২০২৫
বুধবার, জুলাই ২, ২০২৫

বেনাপাল কাস্টমস হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬.৫১ কোটি টাকার রাজস্ব বেশী আদায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বেনাপোল কাস্টমস হাউসে ২০২৪২৫ অর্থবছর লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬.৫১ কোটি টাকার রাজস্ব বেশী আদায় হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড ৬ হাজার ৭০৫ কাটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, রাজস্ব আয় হয়েছে ৭ হাজার ২১.৫১ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে শতকরা ৪ দশমিক ৭২ শতাংশ বেশি।

কাস্টমস সূত্র জানায়, পূর্ববর্তী গত ২০২৩২০২৪ অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯৪৮কোটি টাকা, আদায় হয়েছে ৬ হাজার ১৬৭.৩৮ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১৯. ৩৮ কোটি টাকা বেশী আদায় হয়েছিল।

কাস্টমস ও বাণিজ্যিক সংশ্লিষ্টরা বলেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও রাজস্ব বোর্ডের সংষ্কার ঐক্য পরিষদের কলম বিরতী ও কপ্লিট শাট ডাউনের অ¯বিরতার মধ্যও রাজস্ব আদায়ের ধারাবাহিকতা চলছে, তাতে বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। রাজস্ব বোর্ডর সংষ্কার ঐক্য পরিষদের কলম বিরতী ও কপ্লিট শাট ডাউনের মধ্যও বেনাপোল কাস্টমস হাউস কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা দফতর উপত থেকে রাজস্ব আদায়ের তদারকি করায় চলতি অর্থ বছর ল´্যমাত্রার চায় অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে জানান, ইন্ডিয়া বাংলাদেশ চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান।

দূরত্ব কম ও যোগাযোগ ব্যবস্তা উন্নত হওয়ায় প্রতিবশী দেশ ভারতের সঙ্গে রেলপথে বাংলাদেশি বাণিজ্যর প্রায় ৮০ শতাংশ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। বছরে পণ্য আমদানির পরিমাণ প্রায় ৪০ হাজার কােটি টাকা, যা থেকে সরকার প্রতি বছর প্রায় ১০ হাজার কােটি টাকা রাজস্ব আদায় করে প্রত্যক্ষ ও পরোক্ষ্যভাবে।

জাতীয় রাজস্ব বাের্ড (এন বি আর) থেকে অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী গত অর্থবছর বেনাপোল কাস্টম হাউস রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৬ হাজার ৭০৫ কােটি টাকা। ২০২৩২৪ অর্থ বছর বেনাপোল বন্দর দিয়ে ১৫ লক্ষ ৮১ হাজার ৯৫৪.২৪ ম: টন পণ্য আমদানি হয়েছে। ২০২৪২৫ অর্থ বছর ভারত ১৫ লক্ষ ৩৪ হাজার ৩৪০.২১ মে: টন পণ্য আমদানি হয়েছে। আমদানি কম হলেও লক্ষমাত্রার চেয়ে বেশী রাজস্ব আদায় হয়েছে। কাক্টমস কর্মকর্তাদের রাজস্ব ফাকি রোধে কঠোর নজরদারি ও সঠিক শুল্কায়ন করায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টেস এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ পণ্যবাহী ট্রাক আমদানি হচ্ছে এবং ১৫০ থেকে ২০০ ট্রাক রপ্তানি হচ্ছে। কাস্টমস কর্তপক্ষ রাজস্ব ফাকি রোধে কঠোর অবস্থান গ্রহণ করায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশী রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন তরফদার জানান, ২০২৩২৪ অর্থবছর ৩ লক্ষ ৫০ হাজার ৭৭৪.৮৫ ম: টন রফতানি হয়েছে। ২০২৪২৫ অর্থবছর ৩,৮১,৪৪০.৭৭ মট্রিক টন পণ্য ভারতে রপ্তানি হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। এটি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৩০,৬৬৫.১৫ মেট্রিক টন কম। বন্দরের অবকাঠামো উন্নয়ন চলমান রয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মাঃ কামরুজ্জামান জানান, পূর্ববর্তী ২০২৩২৪ ও ২০২৪২৫ অর্থ বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে বেশী রাজস্ব আদায় সম্ভব হয়েছে। বেনাপোল কাষ্টম হাউস সার্বিক আমদানির পরিমাণ ৮ শতাংশ কম হলেও রাজস্ব আদায় প্রবদ্ধির হার বেড়েছে ১৩ দশমিক ৫১ শতাংশ ১৪ শতাংশ। এটি হাউজের উল্লখযাগ্য অর্জন। এছাড়া রাজস্ব ফাঁকি রোধ এ বন্দর জিরো টলারন্স নীতি অনুসরণ করায় শুল্ক ফাকির প্রবনতা কমে গেছে। কোন অনিয়ম ধরা পড়লে রাজস্ব আদায় সহ কঠোর আইনানুগ ব্যাবস্তা গ্রহন করা হচ্ছে।

কাজল/আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More