রাজধানীসহ সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা।
শুক্রবার (১২ জানুয়ারি) ঢাকায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তবে দেশের উত্তরাঞ্চলের পরিস্থিতি আরও খারাপ। দিনের বেলাতেও দেখা মিলছে না সূর্যের। হাসপাতালগুলোয় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল।
আবহাওয়া অফিস জানায়, দিনাজপুরে সকালে সর্বনিম্ন ১০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুঁলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। তিনদিন ধরে এখানে দেখা মিলছে না সূর্যের। নওগাঁ ও কুড়িগ্রামেও তাপমাত্রা কমে ঠান্ডা বেড়েছে।
দক্ষিণের জনপদ পটুয়াখালীতে কনকনে ঠান্ডার সঙ্গে বেড়েছে হিমেল বাতাস। এতে চরম দুর্ভোগে রয়েছেন চরাঞ্চলের মানুষ।
এসএ/দীপ্ত নিউজ