বেচেঁ আছেন পদ্মা সেতু থেকে ঝাঁপ দেওয়া ব্যাটারিচালিত অটোরিকশা চালক শরিফুল ইসলাম (২৯)।৩ মাস ১০ দিন পর পদ্মা সেতু উত্তরা থানায় অটোরিকশা নিতে হাজির হন।
রবিবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. আলমগীর হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেন।
ওসি বলেন, অটোরিকশার নিতে আমাদের থাকায় হাজির হয় শরিফুল। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলে যাচাই–বাছাই করে ব্যাটারিচালিত অটোরিকশাটি তাকে বুঝিয়ে দেওয়া হয়।
শরিফুল বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার উদয়পুর গ্রামের জিন্নাত আলী কাজীর ছেলে।
উল্লেখ্য, ১৮ জুন দিনগত রাত ২ টার দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে সেতুতে উঠে পড়েন অটোরিকশা চালক শরিফুল। বিষয়টি টের পেয়ে নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করলে সেতুর ২১ নম্বর পিলারের কাছ এসে অটোরিকশা রেখে শরিফুল পদ্মায় ঝাঁপ দেন।
এসএ/দীপ্ত নিউজ