নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বিআরবি ক্যাবলের নামে নকল ক্যাবল বিক্রি করায় ‘ইমতিয়াজ ইলেকট্রনিকস’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে ২ লাখ টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী হকার্স মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক কাউসার মিয়া।
জানা যায়, দীর্ঘদিন থেকে ইমতিয়াজ ইলেকট্রনিকস গ্রাহকের কাছে বিআরবি ব্রান্ডের অরজিনাল ক্যাবলের মোড়ক ব্যবহার করে নকল ক্যাবল বিক্রি করে আসছিলো। ওই প্রতিষ্ঠান থেকে এসব নকল ক্যাবল নিয়ে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তাদের দোকানে থাকা বিআরবি ক্যাবলের মোড়কে নকল ক্যাবল থাকায় প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারীকে নগদ ২ লাখ টাকা অর্থদন্ড করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক কাউসার মিয়া অর্থদন্ডের বিষয়টি নিশ্চত করে বলেন, ভবিষ্যতের জন্য ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে সতর্ক করা হয়েছে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শওকত আলী ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত নিউজ