নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আবদুল কাদের সৌরভ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভুয়া ওসি ও পুলিশ সুপার স্বাক্ষরিত একটি পুলিশ ক্লিয়ারেন্স জব্দ করা হয়।
শুক্রবার(৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আবদুল কাদের সৌরসভা সহ ৩/৪ জনের একটি দল দীর্ঘদিন ধরে পুলিশ ক্লিয়ারেন্স করে দিবে বলে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। তার বিনিময়ে মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এর সূত্র ধরে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তি হাঙ্গেরি, ইলিয়াছ নামের একজন লিথুনিয়া এবং ইমাম হোসেন নামের একজন সৌদি আরব যাওয়ার জন্য কাগজপত্র জমা দেয়।
গত ১৩ সেপ্টেম্বর পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে গাবুয়া একটি কম্পিউটার দোকানে যান তারা। ওই দোকানে পরিচয় হয় কাদেরের সহ আরও তিনজনের সাথে, এরপর মোবাইলে কথা হলে তাদের তিনদিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে দিবে বলে আশস্ত করে কাগজ পত্র তার কাছে জমা দিতে বলে। পরে ক্লিয়ারেন্স বাবদ তাদের কাছ থেকে চার হাজার আটশত টাকা নেন কাদের। এর তিনদিন পর কুরিয়ারের মাধ্যমে তাদের দুই জনের ক্লিয়ারেন্স পাঠায় কাদের। সেখানে বেগমগঞ্জ মডেল থানার ওসি হিসেবে মুজাহিদুল ইসলাম এবং পুলিশ সুপার হিসেবে রামকৃষ্ণ সরকার নামের দুইজনের নাম, সিল ও স্বাক্ষর ছিলো। ক্লিয়ারেন্সটি এজেন্সীতে জমা দেয়ার পর তারা জানায় এটি ভূয়া।
পরবর্তীতে এ ঘটনায় গত ৫ অক্টোবর বৃহস্পতিবার ভুক্তভোগী নূর মোহাম্মদ বাদি হয়ে কাদের সহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও একাধিক ব্যক্তিকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
মাহবুবুর রহমান/পূর্ণিমা/দীপ্ত নিউজ