বেওয়ারিশ লাশের ঠিকানা ফেনী পৌর কবরস্থান নিজেই যেন বেওয়ারিশ। পৌর কর্তৃপক্ষের নজরদারী না থাকায় বেহাল দশায় ফেনীর সুলতানপুরে ৫৫ বছর পূর্বে স্থাপিত কবরস্থানটি।
সীমানা প্রাচীর ও পর্যাপ্ত আলো না থাকায় সন্ধ্যা হলেই মাদক সেবনকারীদের মিলন মেলায় পরিনত হয় কবরস্থানটি।
স্থানীয়রা জানায়, প্রতি সপ্তাহে প্রায় ২–৪ জন অজ্ঞাত মরদেহ এখানে দাফন করা হয়। কিন্তু দাফনের কোন নিয়ম নীতি পালন করা হয় না। মরদেহ ফেনী পৌরসভার ময়লার গাড়ীতে করে আনার পর তড়িগড়ি করে দায়সারা ভাবে দাফনের কাজ সম্পন্ন করা হয়।
আরও জানা যায়, প্রায় কবরই সামান্য মাটি খুঁড়ে কোন রকম চাপা দেয়া হয়। মরদেহ গোসল দেয়া হয় না। পরিমান মত বাঁশ বা চাটাই ও দেয় না। দীর্ঘদিন কবরের জায়গা সংস্কার না করার ফলে ঝোঁপঝাড়ে পরিনত হয়েছে এখানকার বেশির ভাগ জায়গা।
কবরস্থনের রক্ষনাবেক্ষনের দায়িত্ব থাকা আলী জানান, দীর্ঘদিন কবরের জায়গা সংস্কার না করার ফলে ঝোপঝাড়ে পরিনত হয়েছে এখানকার বেশির ভাগ জায়গা। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আলী আরো জানান, এখানে মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর দেয়া লাশের খাটিয়া থাকলেও পানির ব্যবস্থা নেই, কখনো কখনো জানাজার নামাজের জন্য লোক পাওয়া যায় না তাই অনেক সময় জানাজা দিতে পারি না।
দ্রুত সময়ে কবরস্থানের ঝোপঝাড় পরিস্কার ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
এসএ/দীপ্ত নিউজ