ক্রেতার হৃদয়ের কান্না যেন অশ্রু হয়ে ঝড়ছে আশ্বিনের আকাশ থেকে। খাদ্যপণ্যের দাম কমার তো লক্ষণই নেই উল্টো বৃষ্টির কারণে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব সবজির দাম।
বাজারের চিত্রটা শুরু করা যাক গাঁটি বা কচুর মুখি দিয়ে। শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে একজন ক্রেতা এক কেজি কচুর মুখি কিনলেন ৯০ টাকা দিয়ে। ঠিক একই সময়ে অন্য ক্রেতা দাম জানতে চাইলে বিক্রেতা মূল্য হাঁকালেন ১০০ টাকা।
কচুর মুখির দামের যখন এই চিত্র। তখন অন্যান্য সবজিইও পিছিয়ে নেই। করলা, বেগুন, কিংবা কাকরোল। গড়ে ৬০ টাকার নীচে সবজি মেলা কষ্টসাধ্য। আর শীতের আগাম সবজির দামের আগুনে যেন, ঘি ঢেলেছে এই বৃষ্টি।
এদিকে, পেঁয়াজের বেধে দেয়া দাম তো বিক্রেতারা মানছেনই না, বরং আরও বেড়েছে। কাওরান বাজারে পাইকারিতেই পাল্লা হিসেবে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৩৮০ থেকে ৪০০ টাকায়। যা একদিন আগেও সাড়ে তিনশ টাকায় বিক্রি হতে দেখা যায়।
বৃষ্টির মধ্যে যারা একটু মাছ ভাজা খাওয়ার কথা ভাবছিলেন, বাজারে এসে সেটাকেই বিলাসিতা মানছেন নিম্ন ও মধ্যবিত্তরা। আর ইলিশ তো যেন সোনার হরিণ।
সাধারণ মানুষ বলছেন, বৃষ্টি–বন্যা গেলে শুরু হবে কুয়াশা আর শীতের অজুহাত। এরপর হয়ত খরার কথা বলবেন বিক্রেতারা। তাই দাম কমবে এমন ভাবনা এখন আর ক্রেতার মনে আসেনা।
এসএ/দীপ্ত নিউজ