এশিয়া কাপের সুপার ফোরের ভারত–পাকিস্তান ম্যাচটি বৃষ্টির কারণে গড়াল রিজার্ভ ডে–তে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রবিবার স্থানীয় সময় ৪টা ৫২ মিনিটে ২৪.১ ওভার চলাকালীন বৃষ্টি হানা দেয় মাঠে। বৃষ্টির হানায় ভেস্তে গেছে ম্যাচটি। ফলে লড়াই গড়িয়েছে রিজার্ভ ডে–তে।
সোমবার(১১ সেপ্টেম্বর) রিজার্ভ ডে–তে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ফের ব্যাট করতে নামবে রোহিত শর্মা বাহিনী। বৃষ্টি নামার আগে ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছিল ভারত। সেখান থেকেই শুরু হবে ম্যাচ। বিরাট কোহলি (৮) ও লোকেশ রাহুল (১৭) শুরু করবেন ভারতের ইনিংস। তবে সেদিনও বৃষ্টির সম্ভাবনা বেশি।
টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাওয়ার প্লে–তে সিদ্ধান্তের সঠিকতা প্রমাণ করতে পারেননি কোনো পেসারই। সাথে ছিল পাকিস্তানের বাজে ফিল্ডিংয়ের মহড়া।
এদিকে গ্রুপপর্বে শাহিন শাহ আফ্রিদিদের কাছে ধরা খেলেও সুপার ফোরে পাকিস্তানি বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। উদ্বোধনী জুটিতে গিল ও রোহিত মিলে গড়েন ১২১ রানের জুটি। ১৭তম ওভারে ৫৬ রান করা রোহিতকে সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙেন শাদাব খান। এর পরের ওভারে ফিরেছেন গিলও। ৫২ বলে ৫৮ রান করে আউট হন তিনি।
বিরাট ও রাহুল মাঠে এসে মন্থর গতিতে খেলতে থাকলেও পাওয়ার–প্লেটা দারুণভাবে কাজে লাগিয়েছে ভারত। ১৬ বলে ৮ রানে কোহলি ও ২৮ বলে ১৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল।
এসএ/দীপ্ত নিউজ