আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার (২০ অক্টোবর) প্রকাশিত এক আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া দফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
বার্তায় আরও জানানো হয়, সৃষ্টি হওয়া লঘুচাপটি পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এ অবস্থায় মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে বলে জানিয়েছে দফতর। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।