ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গতরাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরো অন্তত দুইদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার থেকে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বুধবার রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মিগজাউম–ই এর মূল কারণ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির কারণে মানুষের ভোগান্তি বেড়েছে।
ময়মনসিংহে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন নিম্ন আয়ের মানুষ। টানা বর্ষণে জেলায় কমেছে তাপমাত্রা। চুয়াডাঙ্গায় বৃষ্টিতে ব্যহত হয়েছে জনজীবন।
টানা বৃষ্টিতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলেও বেড়েছে শীতের প্রকোপ। আমন ধান কাটার মৌসুমে, এমন বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরো অন্তত দুইদিন সারা দেশে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তিনি জানান, বৃষ্টি অব্যাহত থাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: মিগজাউমের প্রভাবে রাজধানীসহ সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি
আল/ দীপ্ত সংবাদ