মানিকগঞ্জ সদর উপজেলায় রাবেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পশ্চিম বেংরইল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলের প্রবাসে থাকায় ছোট ছেলে টিপু সুলতান ও স্কুলপড়ুয়া নাতিন তন্নী আক্তারকে নিয়ে বসবাস করতেন বিধবা রাবেয়া বেগম। শনিবার সকালে প্রতিবেশী আলাউদ্দিনের বাড়িতে গল্প করে বাড়ি ফেরার পথে আলাউদ্দিনের বখাটে নেশাখোর ছেলে শুকুর আলী বটি দিয়ে গলাকেটে হত্যা করে এবং মরদেহ বাড়ির পাশের বাশঁঝাড়ের পুকুরে ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ওসি আব্দুর রউফ সরকার বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৫ বছরের শুকুর আলী নামের স্থানীয় এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।রাবেয়া বেগম ওই এলাকার মৃত সিরাজ মাস্টারের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। এঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যূথী/দীপ্ত সংবাদ