আগামীকাল বুধবার ঢাকা আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। সঙ্গে আসবেন ব্রাজিলের সাবেক তারকা গিলবার্তো সিলভা। হোটেল রেডিসন ব্লু–তে কয়েক ঘণ্টা থাকবে কাঙ্খিত এই ট্রফি। নির্ধারিত ব্যক্তিরা কেবল এটি দেখার সুযোগ পাবেন।
জুনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এই আয়োজনের উন্মাদনা ছড়িয়ে দিতে শুরু হয়েছে ট্রফির বৈশ্বিক ট্যুর। ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে এটি। বিশেষ বিমানে বিশ্বকাপের ট্রফি নিয়ে রিয়াদে পৌঁছান ইতালির সাবেক তারকা আলেসান্দ্রো দেল পিয়েরো।
বুধবার ঢাকা আসছে কাঙ্ক্ষিত সোনালী এই ট্রফি। এরইমধ্যে ভারতের দিল্লি ও গোয়াহাটিতে তিন দিন এটি প্রদর্শন করা হয়েছে। ২০২২ বিশ্বকাপের আগেও ঢাকায় আনা হয়েছিলো ট্রফি। সঙ্গে এসেছিলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার সাত প্রতিনিধি।
এবার ট্রফি হাতে অন্যদের সঙ্গে আসছেন, ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের তারকা গিলবার্তো সিলভা। তাদেরকে বরণ করবেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
দুপুরে ট্রফি রাখা হবে রাজধানীর হোটেল রেডিসন ব্লু –তে। তবে তা সবার জন্য উন্মুক্ত থাকবে না। শুধু আমন্ত্রিত অতিথিরা দেখতে পারবেন স্বপ্নের ওই ট্রফি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার থাকছে না কোনো কনসার্ট।
কয়েক ঘণ্টা পর বুধবারই ট্রফি যাবে তার পরবর্তী গন্তব্যে। ফুটবল বিশ্বকাপের ট্রফি ৩০ দেশের ৭৫টি স্থানে প্রদর্শিত হবে।
মোহাম্মদ হাসিব/এজে/দীপ্ত সংবাদ