বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে এ পর্যন্ত ২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তেমন জমা পড়েনি। মঙ্গলবার (১৬ মে) দুপুর ২টা পর্যন্ত ৫ মেয়রপ্রার্থীসহ ১২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ সোমবার জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), জাকের পার্টির মিজানুর রহমান হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
তবে মনোনয়নপত্র নেওয়া ১০ মেয়র প্রার্থীর মধ্যে এখনও দাখিল করেননি; ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, স্বতন্ত্র হিসেবে দলটির বরিশাল জেলা কমিটির সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ, লুৎফর কবির, মো.আসাদুজ্জামান, নেছার উদ্দিনসহ ৬ জন।
অপরদিকে কাউন্সিলর সাধারণ পদে ১৭৯ জন এবং সংরক্ষিত আসনে ৪৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ মঙ্গলবার (১৬ মে)। বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে। আর ভোট গ্রহণ করা হবে আগামী ১২ জুন।
মর্তুজা জুয়েল/এমি/দীপ্ত নিউজ