শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

বিসিবির দেয়া কষ্ট নিয়ে চলে যাচ্ছেন অ্যালান ডোনাল্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অ্যালান ডোনাল্ড বিশ্বকাপের পর চুক্তি নবায়ন করবেন না, এ গুঞ্জন কদিন আগেই ছড়িয়ে পড়েছে। বিশ্বকাপে বাংলাদেশ পেস আক্রমণ প্রত্যাশা অনুযায়ী, ভালো না করায় কিছুটা সমালোচিতও হচ্ছিলেন প্রোটিয়া কিংবদন্তি। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ বিশ্বকাপের শেষ মুহূর্তে আলোচিত ‘টাইমড আউট’ নিয়ে বাংলাদেশ দলের বিপক্ষে অবস্থান নিয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর কাছে ব্যাখ্যা চাওয়ার আগেই ডোনাল্ড আজ পুনেতে টিম মিটিংয়ে দলকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই তাঁর বাংলাদেশের হয়ে শেষ।

ডোনাল্ডের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বিশ্বকাপ দিয়েই। তার সময়ে বাংলাদেশের পেস বোলারদের উন্নতি হয়েছে চোখে পড়ার মতো। আগের বোলিং কোচ ওটিস গিবসনের সময় থেকে পেসারদের দিনবদলের যে শুরু, সেটিকেই আরও এগিয়ে নিয়ে যান ডোনাল্ড। যদিও চলতি বিশ্বকাপে ঠিক প্রত্যাশা পূরণ করতে পারেননি পেসাররা।

তবে তার কাজে খুশি বলেই বিসিবি তাকে দায়িত্বে রেখে দিতে চেয়েছিল বলে জানালেন জালাল ইউনুস। তিনি বললেন, বিশ্বকাপের শুরুর দিকেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ডোনাল্ড।

ডোনাল্ড গণমাধ্যমকে জানান, ‘এখানে আমাকে এমন কিছু নিয়ে কটাক্ষ করা হয়েছে যা নিয়ে আমি বেশ লজ্জিত ছিলাম যা খেলার ইনটিগ্রিটিকে ক্ষতিগ্রস্ত করে। টিম মিটিংয়ে বেশ কয়েকজন ছিল যারা কি না বলেছে আমি শেষ হয়ে গেছি। হয়ত এটা বিশ্বকাপের পর হওয়ার কথা ছিল। কেউ একজন বলেছে আমার শেষ করা দরকার, আমি জানি সেটা কে।

আচ্ছা ঠিকাছে কোনো সমস্যা নেই। আমি বাড়ি চলে যাচ্ছি আমার পরিবারের কাছে।

তবে বাংলাদেশের পেস বোলারদের সঙ্গে কাজ করাটাকে সুন্দর স্মৃতি হিসেবেই মনে রাখবেন তিনি, ‘এখানে বেশ ভালো একটি সময় আমি কাটিয়েছি। পেস বোলিং কোচ হিসেবে এই গ্রুপটির সাথে দারুণ একটি যাত্রা ছিল আমার। তারা যা অর্জন করেছে তা নিয়ে আমি বেশ গর্বিত। আমি তাদের অনেক মিস করব।

 

মোরেশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More