ক্রিকেট এখন বাঙালির কাছে শুধুমাত্র একটি খেলাই নয়, সাধারণ মানুষের আবেগেও পরিণত হয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে বিসিবির বর্তমান কর্তা ব্যক্তিদের জাতীয় দলের জন্য আরও সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দিলেন, দেশের ক্রিকেটের নেপথ্য নায়ক সৈয়দ আশরাফুল হক। সময়ের সাথে তাল মিলিয়ে বিসিবির সংবিধান সংস্কার করার পরামর্শ দেন তিনি।
দেশের ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৫ বছর পূর্ণ হলো গত ২৬ জুন। বিসিবিতে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়, অভিষেক ম্যাচের খেলোয়াড়দের। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছেন এক স্বপ্নবাজ, যার অবদানে ২০০০ সালে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং ঐতিহ্যবাহী সংস্করণে পথচলা শুরু হয় বাংলাদেশের।
দেশে খেলোয়াড়দের মাঠের পারফম্যান্স নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে যেমন রয়েছে হতাশা, তেমনি বিসিবির কর্মকাণ্ড প্রতিনিয়ত সমালোচনার জন্ম দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার প্রেসক্রিপশন দিলেন বিসিবির সাবেক এই সাধারণ সম্পাদক।
পাপন–ফারুকের হাত ঘুরে বিসিবির ঝান্ডা এখন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের হাতে। এ নিয়েও কথা বলেন তিনি।
ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করেছেন সর্বোচ্চ পর্যায়ে। নিভৃতচারী আশরাফুল হক বলতে গেলে হারিয়েই গেছেন দেশের ক্রিকেট অঙ্গন থেকে, যেখানে এখন শুধুই মৌসুমি ক্রিকেটপ্রেমীদের সংখ্যাটাই বেশি।
হাসিব/ আল