বিশ্ব সুখ দিবস উপলক্ষে সুখী দেশের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে উঠে এসেছে ফিনল্যান্ডের নাম। সোমবার (২০ মার্চ) প্রকাশিত তালিকায় এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি।
অন্যদিকে পিছিয়েছে বাংলাদেশ। তালিকায় ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ডেনমার্ক ও আইসল্যান্ড। চতুর্থ ইসরায়েল আর পঞ্চম অবস্থানে নেদারল্যান্ডস। তালিকায় সবচেয়ে কম সুখী দেশ হিসেবে উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। এর এক ধাপ ওপরে রয়েছে ভঙ্গুর অর্থনীতির দেশ লেবানন। তবে যুদ্ধকবলিত ইউক্রেনের অবস্থান ৯২তম। তালিকায় সেরা ১শ দেশের মধ্যে ঠাঁই হয়নি বাংলাদেশের। গত বছরের চেয়ে ২৪ ধাপ পিছিয়ে এবারের অবস্থান ১১৮ নম্বরে।
জরিপে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে করোনা পরবর্তী অর্থনীতি ও ইউক্রেন যুদ্ধ। বিশ্বজুড়ে বেকারত্ব ও মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায়, সুখের সূচকে ব্যাপক রদবদল হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত বছর সুখী দেশগুলোর মধ্যে ৯৪তম ছিল বাংলাদেশ। এ ছাড়া বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকায় এবার বাংলাদেশ রয়েছে ২০তম অবস্থানে।
২০ মার্চ ছিল বিশ্ব সুখ দিবস। এ উপলক্ষে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট–২০২৩ প্রকাশ করা হয়। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের তত্ত্বাবধানে প্রতিবেদনটি করা হয়। সুখী দেশের তালিকা করতে ছয়টি বিষয়কে বিবেচনা করা হয়। সেগুলো হচ্ছে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা।
যূথী/দীপ্ত সংবাদ