১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ঢাকা। চলতি বছরের জানুয়ারির প্রায় প্রতিদিনই অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে কাটিয়েছে রাজধানীর বাসিন্দারা। এই সময় বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল নয় তিন। যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।
বুধবার রাজধানীতে ‘বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রের নিঃসরণ মানমাত্রার পুনর্বিবেচনা‘ শিরোনামে আলোচনার আয়োজন করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ। এতে বায়ুদূষণের কারণে সৃষ্ট সমস্যা নিয়ে আলোচনা করে বক্তারা। দেশের উন্নয়নে মেগা প্রকল্প নেয়া হলেও, পরিবেশ রক্ষায় তেমন উদ্যোগ নেই বলে মনে করেন বিশিষ্টজনরা। অবকাঠামো উন্নয়নের কারণে জনস্বাস্থ্য যাতে হুুমকির মুখে না পড়ে সেদিকে সরকারকে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
গবেষণা পরিচালক সিপিডি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আমার পরিবেশ দূষণের জন্য কার্বন নিঃসরণ দায়ী এটা যখন শিকার করি তখন শিকার করার মাধ্যমে শুধু অন্যদের দিকে আঙ্গুল তোলাই নয় নিজেদের দিকেও তাকানো যে আমরাই কার্বন নিঃসরণ বৃদ্ধিতে ভূমিকা রাখছি কিনা‘
বর্তমান অবস্থা চলতে থাকলে, সামনের দিনগুলোতে পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করেন অন্য বক্তারা। বাংলাদেশে তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্বন নিঃসরণের মাত্রা নির্ধারণে পরিবেশ অধিদপ্তরের মানদণ্ড নিয়ে প্রশ্ন ওঠে আলোচনা সভায়।