বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজিতে (এমআইটি) স্নাতক (সম্মান) কোর্সে পড়ার জন্য চুড়ান্তভাবে ডাক পেয়েছেন চাঁদপুর সরকারি কলেজের ছাত্র মো. নাফিস উল হক সিফাত। তিনি এ কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
বৃহস্পতিবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস।
এ বিষয়ে চাঁসকের অধ্যক্ষ বলেন, নাফিস খুবই মেধাবী ছাত্র। সে আমাদের কলেজের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের ছাত্র। এ বছর সে এইচএসসি পরীক্ষার্থী। নাফিস এমআইটিতে চান্স পেয়েছে।
তিনি বলেন, বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর কাছে এইচএসসি পাস করলো কি করলো না সেটি মুখ্য বিষয় নয়। তাদের কাছে মেধাই গুরুত্ব পায়। অতি মেধাবীদেরকে তারা এভাবেই রিক্রুট করে।
তিনি আরও বলেন, নাফিসের এ অর্জন চাঁদপুর এবং চাঁদপুর সরকারি কলেজ সর্বোপরি বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
আফ/দীপ্ত সংবাদ