রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোর ইশকুলের আবৃত্তি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘আলোর ইশকুল’এর আবৃত্তি প্রশিক্ষণ কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনয়শিল্পী জনাব জয়ন্ত চট্টোপাধ্যায় এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

অনুষ্ঠানের শুরুতেই বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শামীম আল মামুন উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এবং ১২তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আবৃত্তি হলো কবিতার অনুভব ও বোধকে শিল্পের রূপে প্রকাশ করার একটি অনন্য মাধ্যম। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নিশ্চয়ই আপনাদের ভেতরের সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে পারবেন বলে আশা করি। সকল প্রশিক্ষণার্থীর সাফল্য কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

১২তম ব্যাচের আবৃত্তি প্রশিক্ষণার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, এই কোর্স শুধু শেখার নয়, ভালোবাসার। এই প্রশিক্ষণের মাধ্যমে আবৃত্তি প্রতি এক ধরণের নেশা তৈরি হয়যা সুন্দর, শুদ্ধ ও মানবিকতার পথে নিয়ে যায় বলে তিনি জানান।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে। এটি হৃদয়কে স্পর্শ করে, মনকে প্রশান্ত করে এবং জীবনের ছোটোখাটো আনন্দগুলোকে আবিস্কার করতে সাহায্য করে। কবিতা আমাদের ভাবনার দরজা খুলে দেয়, জীবনের অর্থ বোঝায় এবং সুজনশীলতার প্রকাশ ঘটায়। তাই কবিতা মানুষের মনের জন্য এক ধরণের সুর ও আলো, যা জীবনের রঙ্গিন অধ্যায় গড়ে তোলে বলে জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠান শেষে আলোর ইশকুলএর আবৃত্তি সংঘের প্রাক্তন নির্বাচিত শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠিত হয়। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে এভারেস্ট জয়ী নিশাত মজুমদারসহ, মাহমুদ রেজিনা খন্দকার, তোফাজ্জেল হোসেন তপু,ফাহমিদা সুলতানা নির্ঝর ,নীলা হাসান, মো. ইমরুল হাসান সাইমন, নার্গিস সুলতানা, ইসরাত মেরিন ও হাসান সালেহ্ জয় কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে ১২তম ব্যাচের প্রশিক্ষণার্থীরা ছাড়াও বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন সংঘের সদস্যবৃন্দ, শুভার্থী, সাংবাদিক, প্রশিক্ষক এবং আগ্রহী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি সংঘের সমন্বয়ক মো. জাহিদুল হাসান এবং সার্বিক সমন্বয়ে ছিলেন ‘আলোর ইশকুল’এর সমন্বয়ক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More