১১
বিশ্বজুড়ে তীব্র গরম ও দাবদাহে বছরে প্রায় ১৯ হাজার শ্রমিকের মৃত্যু হচ্ছে। এ সময় কর্মক্ষেত্রে আহত হয় দুই কোটির বেশি শ্রমজীবী মানুষ।
সোমবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক শ্রম সংস্থা–আইএলও প্রকাশিত ‘জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্রে সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিতকরণ‘ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, বিশ্বের ৭০ শতাংশের বেশি শ্রমিক জলবায়ু পরিবর্তনজনিত গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
এতে আরও বলা হয়েছে, প্রতি বছর বিশ্বব্যাপী কীটনাশকের বিষক্রিয়ায় ৩ লাখ, কর্মক্ষেত্রের বায়ুদূষণে সাড়ে ৮ লাখ শ্রমিকের মৃত্যু হচ্ছে।
আল / দীপ্ত সংবাদ