টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কেনসিংটন ওভালে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। রবিবার (৩০ জুন) রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে চার দেশের ক্রিকেটার নিয়ে সেরা একাদশ ঘোষণা করে আইসিসি। অবাক করার মতো বিষয় হলো যেখানে সুযোগ পাননি দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার।
আইসিসির ঘোষিত একাদশে ভারতের ৬ জন, আফগানিস্তানের ৩ জন, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার একজন। সেমিফাইনালিস্ট ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি এই দলে।
বিশ্বকাপের সেরা দলের জন্য অধিনায়ক ও ওপেনার হিসেবে ভারতের রোহিত শর্মাকে বেছে নিয়েছেন বিচারকেরা।
বিশ্বকাপের সেরা একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক, ভারত), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক, আফগানিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), সূর্য কুমার যাদব (ভারত), মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া), হার্দিক পান্ডিয়া (ভারত), অক্ষর প্যাটেল (ভারত), রশিদ খান (আফগানিস্তান), জাসপ্রিত বুমরাহ (ভারত), আর্শদিপ সিং (ভারত), ফজল হক ফারুকি (আফগানিস্তান)।
দ্বাদশ ব্যক্তি: আনরিক নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)