২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (২১ জানুয়ারি) বোর্ড সভায় বসে আইসিসি।
বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। অন্যথায় বাংলাদেশের জায়গায় অন্য কোন দলকে সুযোগ দেওয়া হবে। বুধবার আইসিসির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ক্রিকইনফো দিয়েছে এই খবর।
নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল। এরপর আজ এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি–টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।
আইসিসির পক্ষ থেকে বিসিবিকে জানানো হয়েছে, বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের আরও একদিন সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে না জানালে বিকল্প নেবে তারা।
আইসিসির এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াসহ পূর্ণ সদস্য দেশগুলোর অন্যান্য প্রতিনিধিরা।