গ্রুপপর্বে নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
সুপার সিক্সে ইয়াং টাইগ্রিসরা খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগামী ২৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সুপার সিক্স লড়াই। ২৬ জানুয়ারি ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলবে যুবা বাঘিনীরা।
গ্রুপপর্বে ‘ডি‘-তে ছিল বাংলাদেশ। এই গ্রুপে অজিরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
সুপার সিক্সে বাংলাদেশ খেলবে ১ নম্বর গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে—ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপটি গঠিত হয়েছে গ্রুপ পর্বের ‘এ‘ ও ‘ডি‘ গ্রুপ দিয়ে।
টুর্নামেন্টের নিয়ম অনুসারে, একই গ্রুপে থাকা দলগুলো সুপার সিক্সে একে অন্যের মুখোমুখি হবে না। আবার গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে না। রানার্সআপদের বেলাতেও একই নিয়ম।
ফলে সুপার সিক্সে বাংলাদেশ শুধু ভারত আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলবে। ‘এ’ গ্রুপের শীর্ষ দল ছিল ভারত, রানার্সআপ হয়েছিল শ্রীলঙ্কা। তাই ‘ডি‘ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে না। তারা খেলবে ভারতের বিপক্ষে। খেলতে হবে ‘এ’ গ্রুপের তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও।
এসএ