শ্রীলঙ্কার বিপক্ষে ঘটনাবহুল ম্যাচ জেতার পরই বাংলাদেশ শুনল খারাপ খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে পাওয়া যাচ্ছে না সাকিব আল হাসানকে। আঙুলের চোটে ছিটকে গেছেন তিনি।
মঙ্গলবার (৭ নভেম্বর) সাকিবের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় বাঁ হাতের আঙ্গুলে ব্যথা পান সাকিব। যদিও ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাকিব। তবে মঙ্গলবার বিসিবি থেকে জানানো হয়, আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না টাইগার অধিনায়কের।
এদিকে বিসিবি থেকে জানানো হয়েছে, দল পরের ম্যাচের জন্য পুনেতে গেলেও সাকিব আজই ঢাকায় ফিরছেন।
বিশ্বকাপের মাঝেও ইনজুরিতে পড়েছিলেন সাকিব। যার কারণে ভারতের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে ছিলেন টাইগার অধিনায়ক।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ