২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের আলাদা ম্যাচে বলিভিয়াকে ৩–০ গোলে আর্জেন্টিনা আর পেরুকে ১–০ গোলে হারিয়েছে ব্রাজিল।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ২২৫ মিটার ওপরে হওয়ায় বলিভিয়ার লাপাজে খেলা যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। মেসি পুরোপুরি ফিট না হওয়ায় এ ম্যাচের স্কোয়াডে ছিলেন না তিনি। তারপরও পুরো ম্যাচে দাপট দেখিয়ে ৩–০ গোলের জয় তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে রবার্টো ফার্নান্দেজ লাল কার্ড পাওয়ায় স্বাগতিকরা খেলেছে ১০ জন নিয়ে।
এদিকে, মার্কুইনোজের শেষ মিনিটের গোলে পেরুকে ১–০ গোলে হারিয়েছে ব্রাজিল।
লিওনেল মেসি না থাকলেও তার অনুপস্থিতিকে বুঝতেই দেননি অ্যাঞ্জেল ডি মারিয়া। দলের নেতৃত্বভার নেয়ার পাশাপাশি খেলার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছিলেন তিনি। পুরো মাঠে তার পদচারণা।
আর্জেন্টিনার হয়ে গোল তিনটি করেন এনজো ফার্নান্দেজ, নিকোলাস তালিয়াফিকো এবং নিকোলাস গঞ্জালেজ।
পেরুর মাঠে আতিথ্য নেয় পাঁচবারের শিরোপাজয়ীরা। যেখানে ম্যাচের ৯০তম মিনিটে মারকিনিওসের হেডে করা একমাত্র গোলে জয় পায় ব্রাজিল। ৯০ মিনিটে নেইমারের ইনসুইং কর্নার থেকে মারকিনিওস হেড করে বল জড়ান জালে। তাতেই গোল আনন্দে ভাসে ব্রাজিল। শেষ পর্যন্ত এই গোল তাদের এনে দেয় বিজয়ী হাসিও। বিশ্বকাপ বাছাইয়ে এই নিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রইল ব্রাজিল।
বিশ্বকাপ বাছাই পর্বে শুধু ব্রাজিল এবং আর্জেন্টিনাই ২ ম্যাচে ২টি করে জয় তুলে নিয়েছে। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ব্রাজিলই রয়েছে শীর্ষে। গোল ব্যবধানে পিছিয়ে থেকে আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ