বাঁধভাঙা উচ্ছ্বাস আনন্দে বিশ্বকাপ জয়ী নারী ফুটবলারদের বরণ করলো স্পেন। খেলোয়াড়েরা পৌঁছার আগেই উৎসবের নগরীতে পরিণত হয় রাজধানী মাদ্রিদ।
উৎসবের নগরী স্পেনের রাজধানী মাদ্রিদ। উপলক্ষ্য ফিফা নারী বিশ্বকাপের শিরোপা জয়। চ্যাম্পিয়ন দলের সদস্যদের বরণ করতে স্প্যানিশদের বাঁধভাঙা উচ্ছ্বাস।
মাদ্রিদের পুয়েন্তে দেল রে এসপ্লানেডে হয় মূল উৎসব। তিল ধারণের ঠাঁই ছিলো না সেখানে। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর বিশ্বজয়ী খেলোয়াড়দের দেখা পান ভক্তরা। প্রচণ্ড গরমে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন।
জয়িতাদের বরণ উৎসবকে রাঙিয়ে তোলেন স্প্যানিশ গায়িকা ভিকো। কাম্পেওনাস বা চ্যাম্পিয়ন লেখা সংবর্ধনা মঞ্চে বিশ্বকাপ ট্রফি নিয়ে ওঠেন তারকা ফুটবলার হেনি হেরমোসো। দেশবাসী ভালবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিশ্বজয়ী খেলোয়াড়েরা।
ফাইনালে একমাত্র গোল করা ওলগা কারমোনার বাবা হারানোর শোক ভুলিয়ে রাখার চেষ্টা করেন স্প্যানিয়ার্ডরা।
আল আমিন/ দীপ্ত সংবাদ