বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নামছে আজ। ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা স্বাগতিক ভারতের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
রবিবার (১৯ নভেম্বর) লড়াই শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ভারত বনাম অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী না হলেও, বিশ্ব ক্রিকেটে অনেকটা ধ্রুপদী লড়াইয়ের দুই প্রতিপক্ষ।
এবার আসরের শুরুটা ভাল হয়নি অজিদের। আসরে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে নাজেহাল হতে হয় তাদের। অবশ্য প্রথম দুই ম্যাচে হারের পরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় প্যাট কামিন্সের দল। আফগানদের বিপক্ষে হোঁচট খাওয়ার মুখে পড়েও গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় এক ইনিংসের সুবাদে জয়ের ধারা বজায় রাখে অজিরা। সেখানেই নিজেদের হার না মানা মানসিকতা আরও দ্বিগুণ করে জানান দেয় তারা।
ভারত এবারের আসরে চলছে স্বপ্নযাত্রায়। লিগ পর্যায়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশন শুরু করে স্বাগতিকরা। ব্যাট হাতে ভিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়াশ আইয়াররা যেমন শাসন করছেন বিশ্বের সেরা বোলারদের তেমনি মোহাম্মদ শামি, বুমরাহরা নাজেহাল করে তুলছেন বিশ্বসেরা ব্যাটারদের।
বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এরইমধ্যে ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব পাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেছে। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন দুই ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড ক্যাটেলবোরাহ।
এক লক্ষ দর্শক ধারণক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামও প্রস্তুত রয়েছে, ম্যাচের আগে জমকালো সমাপনী অনুষ্ঠানের জন্য। হয়েছে মহড়াও। এবার বাকি কেবল আনুষ্ঠানিকতা।
এসএ/দীপ্ত নিউজ