বিশ্বকাপ ফুটবল মানেই অন্য এক বাংলাদেশ। পুরো বিশ্বের সঙ্গে উৎসবে মাতে বাঙালীরাও। তবে কখনোই বিশ্বকাপে অংশ নিতে না পারার একটা আক্ষেপ থেকেই যাচ্ছে লাল-সবুজের সমর্থকদের।
বাংলাদেশ থেকে কাতার, আকাশপথে দূরত্ব প্রায় ৪ হাজার কিলোমিটার। তবে গ্রেটেস্ট শো অন আর্থ রঙ ছড়িয়েছে এখানেও। পুরো দুনিয়া এখন মজে আছে ফুটবল বিশ্বকাপে। পিছিয়ে নেই বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে বহু জায়গায়।
আর্জেন্টিনা-ব্রাজিল বাংলাদেশ থেকে এতদূরে হওয়া সত্ত্বেও এই দেশ দুটির ফুটবল জাদুতে বিমোহিত বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনা-ব্রাজিলের খেলার আগে টিভি টকশো থেকে শুরু করে চায়ের আড্ডাতেও চলে তির্যক আলোচনা-সমালোচনা। আর্জেন্টিনা-ব্রাজিলের খেলার সময় ভক্ত-সমর্থকদের চোখ থাকে টিভির পর্দার দিকে। আরামের ঘুম হারাম করে রাত জেগে খেলা উপভোগ করেন সমর্থকরা।
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাস্তার বিভিন্ন মোড়ে সাইটস্ক্রিনের সামনে বসে খোলা আকাশের নিচে বসে খেলা দেখেন মেসি-নেইমার ভক্তরা।
বাঙালীদের এই উন্মাদনা চলবে, ১৮ ডিসেম্বর ফাইনালের শেষ বাশি পর্যন্ত।