মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আজ রবিবার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মো. জুবায়ের।
বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের শুরা–ই–নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, সকালে হেদায়েতের বয়ান অনুষ্ঠিত হচ্ছে। যেসব মুসল্লি ইজতেমা শেষে চিল্লা বা তিন চিল্লার জন্য জামাতে বের হবেন, তাদের জন্য দিকনির্দেশনামূলক বয়ান দিচ্ছেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার বক্তব্য অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।
এরপর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক বক্তব্য রাখবেন, যা তরজমা করবেন মাওলানা মো. জুবায়ের। সবশেষে আনুমানিক সকাল ৯টার দিকে শুরু হবে দোয়া ও আখেরি মোনাজাত।
গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের পর আমবয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ‘ইমান ও আমল’–এর ওপর বয়ান করেন। এরপর শুক্রবার থেকে পাকিস্তানের মাওলানা জিয়া উল হকসহ অন্যান্য শীর্ষ আলেমগণ ধারাবাহিকভাবে বয়ান করেছেন।
শনিবার ইজতেমায় ধর্মীয় বয়ানের পাশাপাশি যৌতুকবিহীন বিয়ের একটি পর্ব অনুষ্ঠিত হয়। এ ছাড়া প্রথম ধাপে অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত অসুস্থতায় কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মাওলানা জুবায়ের অনুসারীরা এবার দুই ধাপে ইজতেমা করছেন। আজকের মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপ শেষ হলেও আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ। এতে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন।
অন্যদিকে, মাওলানা সাদের অনুসারীরা ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি আলাদা ইজতেমার আয়োজন করবে বলে জানা গেছে।
বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মুসল্লিদের নিরাপদ যাতায়াত ও অবস্থানের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে।