ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তারা আমাদের সমাজেরই অংশ। তারাও সমাজ উন্নয়নে অবদান রেখে চলেছে। অবহেলা নয়, বোঝা নয়, তারা আমাদের সম্পদ।
রবিবার (১৫ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি দিবস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বিকেলে শহরের মিজান রোডের বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ–পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।
ফেনী জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদ উল্যাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিউল হক।
সভায় বক্তব্য রাখেন সুইড বাংলাদেশ ফেনী শাখার সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমির কর, দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ জাহিদ, বসতির কো–অর্ডিনেটর রফিকুল ইসলামসহ প্রমুখ।
বিশ্ব হাত ধোয়া দিবসে স্কুলের অটিজম শিশুদের সাবান ও বিশ্ব সাদাছড়ি দিবসে ৮ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে সাদাছড়ি তুলে দেন অতিথিবৃন্দ।
এসএ/দীপ্ত নিউজ