১৩ বছর প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পাত্র পরিচালক–প্রযোজক আদনান আল রাজীব।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের ৫টি ছবি শেয়ার করেন মেহজাবীন।
ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘২০১২ সালের ৯ এপ্রিল—একটি বাঁকা দাঁতওয়ালা ছেলে, যার হাসি ছিল অপূর্ব, সে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি একটি শুটিং হাউসের টেরেসে দাঁড়িয়ে ছিলাম, আর সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়ে দিল।’
‘আমরা মাত্র ১৫ মিনিট কথা বললাম, হাত মিলালাম, এবং যখন সে চলে গেল আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরোও তার সাথে চলে গেল। আমি তখনই বুঝে গিয়েছিলাম—এই হলো সেই মানুষ।’
তিনি আরও লিখেন, ‘১৩ বছর পর আজ আমরা এখানে একসাথে বেড়ে উঠছি, প্রতিটি উঁচু মুহূর্ত উদযাপন করছি এবং প্রতিটি নিম্ন মুহূর্ত কাটিয়ে উঠছি। তারা বলে সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়—আমরা এর প্রায় দ্বিগুণ সময় পার করেছি।’
অভিনেত্রী লিখেছেন, ‘২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি, আমরা আমাদের বন্ধনকে চিরতরে মজবুত করলাম, হাত ধরে এই যাত্রায় একসাথে চলার প্রতিশ্রুতি দিলাম। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার আজীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।
সবশেষে মেহজাবীন লেখেন, ‘আমরা এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে, বাকি জীবনের পথচলায় তোমার ভালবাসা এবং দোয়া চাই।’
মেহজাবীন ও রাজীবের জমকালো বিয়ের আসরে বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে– নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে
আক্দ সম্পন্ন করেন মেহজাবীন–রাজীব। ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। এরপরই আজ ২৪ ফেব্রুয়ারি হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।
এসএ