মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানের জরুরি নির্গমনের দরজা খুলে বেরিয়ে এসে ডানার ওপর হাঁটাহাঁটি করে আবার ফিরে যান বিমানের ভেতরে।
উড্ডয়নের জন্য প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষায় ছিল অ্যারোমেক্সিকো এয়ারলাইনসের একটি বিমান। এ সময় বিমানটির ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে অসুবিধা ও পানির ঘাটতি দেখা দেয়। আর তাই ওই যাত্রী বিমানের জরুরি নির্গমন দরজা খুলে বেরিয়ে আসেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিমানের জরুরি নির্গমনের দরজা খুলে বেরিয়ে আসা ওই যাত্রীকে আটক করেছে পুলিশ। তাকে জেলে নেওয়া হবে নাকি তাকে কোনো অভিযোগের সম্মুখীন হতে হবে তা সুস্পষ্ট করে জানা যায়নি। তার পরিচয়ও জানা যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যারোমেক্সিকো এয়ারলাইনসের ও বিমানটির গুয়াতেমালা যাওয়ার কথা ছিল। আকাশে ওড়ার আগে সেটি রানওয়ে থেকে বেশ দূরে অবস্থান করছিল। তখনই ঘটনাটি ঘটে।
এদিকে বিমানের অন্যান্য যাত্রীরা আটক যাত্রীর পক্ষেই অবস্থান নিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ওই যাত্রীর পক্ষে তাদের প্রত্যেকেরই সমর্থন ছিল।
তারা বলছেন, বিমানের ভেতরে বাতাসের ঘাটতি তৈরি হয়েছিল। ওই যাত্রী দরজা খুলে তাদের সবাইকে সুরক্ষার ব্যবস্থা করেছেন। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে যাত্রীরা লিখেছেন, ‘তিনি আমাদের জীবন বাঁচিয়েছেন।‘
যাত্রীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বিমানের ভেতরে ধারণ করা একটি ভিডিও থেকে। এতে দেখা যায়, যাত্রীরা নিজেরা বাতাস করছেন এবং ক্রুদের কাছে পানি চাইছেন।
বিলম্বের বিষয়টি স্বীকার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষও। তারা বলছে, বিমানটির সকাল পৌনে ৯টায় উড্ডয়নের কথা ছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের কারণে বিলম্ব হয়।
আরও পড়ুন: জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত
এসএ/দীপ্ত নিউজ