হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সক্রিয় বা নিষ্ক্রিয় ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকতো, তাহলে এত বড় দুর্ঘটনা হতো না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে ‘ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকলে এমন দুর্ঘটনা হতো না’ ফায়ার সার্ভিসের কার্যক্রমের সমাপনী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি জানান, কার্গো ভিলেজের কাস্টমস হাউস অংশেই আগুনের সূত্রপাত হয়েছিল। ভবনটি বিভিন্ন ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ করা ছিল এবং ভেতরে প্রচুর দাহ্য ও হ্যাজার্ডাস উপাদান ছিল। এজন্য অকুপেন্সি লোড অনেক বেশি ছিল এবং নির্বাপণে সময় লেগেছে। তবে ঘটনাস্থলে আগুন ডিটেকশন এবং প্রটেকশন সিস্টেম থাকলে এত বড় দুর্ঘটনা ঘটতো না।
ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, কার্গো ভিলেজের আগুন আজ (রবিবার) ৪টা ৫৫ মিনিটের দিকে সম্পূর্ণ নির্বাপণ হয়েছে। ভেতরে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকলে আগুন নেভাতে এত বেগ পেতে হতো না। স্টিলের পরিমাণ বেশি থাকায় তাপ বেশি ধারণ করেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও ফায়ারের ৪টি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে। ওখানকার স্টোরটি খুবই সংকীর্ণ ছিল। অনেক দাহ্য জিনিস ছিল, এজন্যই দেরি হয়েছে। তবে ফায়ার সার্ভিসকে ঢুকতে না দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।