তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কিছু বিবৃতিজীবী আছেন, বিবৃতি দেয়ায় তাদের পেশা। এমন কিছু বিবৃতিজীবী বাংলাদেশেও আছেন। কিন্তু ইদানীং তাদের দেখা যাচ্ছে না।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দেশে যখন হরতাল–অবরোধের নামে আগুন–সন্ত্রাস, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করা হচ্ছে, তখন সেসব বিবৃতিজীবীরা হারিয়ে গেছেন। তারা কোথায় হারিয়ে গেলেন? জনগণ তাদের খুঁজছে, আমিও খুঁজছি। তাদের আবার ডেঙ্গু জ্বর হলো কি না মানুষ চিন্তায় আছে।
হাছান মাহমুদ বলেন, কোনো কোনো সন্ত্রাসীর মানবাধিকার নিয়েও কেউ কেউ সোচ্চার হয়। কিন্তু সেই সন্ত্রাসী যে এত মানুষ মারল, সেটি নিয়ে কোনো কথাবার্তা নাই এবং পৃথিবীতে কিছু মানবাধিকার সংগঠন আছে, যেগুলো মূলত মানবাধিকারের ব্যবসা করে।
আরও পড়ুন: পালিয়ে নিষিদ্ধ সংগঠনের মত কর্মসূচি দেয় বিএনপি নেতারা: হাছান মাহমুদ
যে সমস্ত বিশ্ববেনিয়া মানবাধিকারের কথা বলে এবং বাংলাদেশেও যারা মানবাধিকার নিয়ে কথা বলেন, ফিলিস্তিনে পাখি শিকার করার মতো মানুষ শিকার করা হচ্ছে, সাধারণ মানুষসহ ১০ হাজারের বেশি নারী ও শিশুকে হত্যা করা হলো, কিন্তু এটি নিয়ে বড় সংগঠনগুলোর কোনো কথা ও বিবৃতি নেই। অথচ তারা বরিশালে একজন আরেকজনকে ঘুষি মারল এবং কোথায় কিছু মানুষ একজনকে ধাওয়া করল সে জন্য বিবৃতি দিল। আমি কথাগুলো বলছি, কারণ আগামী পরশু দিন ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ