বিপিএলের লোগো নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমত হাস্যরস তৈরী হয়েছে। বিপিএলকে নতুন ভাবে শুরু করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারনে লোগোতেও আনতে চাইছে পরিবর্তন। সে উদ্দেশ্য দেশের সকল ডিজাইনারদের উদ্দেশ্যে লোগো তৈরীর জন্য বিশেষ পুরস্কারও ঘোষনা করেছিল বিসিবি। যার লোগো নির্বাচিত হবে, তিনি পাবেন নগদ ১ লক্ষ টাকা।
এমন ঘোষণার পর বিসিবিতে ১ হাজার এর বেশি লোগো জমা পড়ে। সেখান থেকে সর্বশেষ ৪টি লোগো বাছাই করেছে ক্রিকেট বোর্ড। ওই লোগোগুলো সাধারণ মানুষদের ভোটের উপর ছেড়ে দেয়া হয়েছে। যে লোগোটি সবথেকে বেশি ভোট পাবে সেটিই হবে বিপিএল এর লোগো।
আগামী বছরের শুরুর দিকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। চলতি মাসেই হওয়ার কথা রয়েছে প্লেয়ার্স ড্রাফট। সে উদ্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি লোগোর ডিজাইন প্রকাশ করে। এরপরই সে লোগো নিয়ে সামাজিক মাধ্যমে হাস্যরস তৈরি হয়েছে। বিসিবির নিজস্ব সোশ্যাল মিডিয়ায় করা লোগোর সেই পোস্টে রীতিমতো নেতিবাচক রিঅ্যাক্ট এবং কমেন্ট পরছে সর্বত্র। দর্শকরা করছেন তীব্র সমালোচনা।