শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে আজ পর্দা নামছে দেশ ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট–বিপিএল। ফাইনাল ম্যাচের আগই আলোচনায় কে হচ্ছেন টুর্নামেন্ট সেরা বোলার–সেরা ব্যাটার।
২০২৪ সালের ৩০ ডিসেম্বর শুরু হওয়া ৪০ দিনের একাদশ বিপিএল আসরের ফাইনাল শেষ হচ্ছে ফরচুন বরিশাল–চিটাগং কিংসের লড়াই দিয়ে।
আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করে বিদায় নিয়েছেন তাসকিন আহমেদ।
সাকিব আল হাসান‘কে পেছনে ফেলে তাসকিনের নামের পাশে আছে ২৫ উইকেট। আর ২০ উইকেট নিয়ে তাসকিনের পরেই আছেন তিন পেসার ফাহিম আশরাফ, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ। তবে তাসকিন ছোঁয়া বা পেছনে ফেলার সুযোগ আছে শুধু চিটাগং কিংসের খালেদের। তার জন্য ফাইনালে খালদকে, শিকার করতে হবে পাঁচ উইকেট।
এছাড়া আলোচনায় হচ্ছে কে হবে এবারের টুর্নামেন্ট সেরা। এই তালিকায় প্রথমে আছেন মোহাম্মদ নাইম। আসরে শুরু থেকেই ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন খুলনা টাইগার্সের এই ওপেনার।
৪২ গড়, এক সেঞ্চুরি ও তিন অর্ধশতকে, ১৪ ম্যাচে ৫১১ রান করে সবার ওপরে আছেন নাইম। আর দুই ম্যাচ কম খেলে ৪৮৫ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রুপ পর্বে বাদ পড়া ঢাকা ক্যাপিটালের ওপেনার তানজিদ তামিম।
ফাইনালে ওঠা ক্রিকেটারদের মধ্যে এ দৌড়রে আছেন কেবল দু‘জন ক্রিকেটার। বরিশালের তামিম ও চিটাগংয়ে গ্রাহাম ক্লার্ক। শীর্ষে থাকা নাঈমকে ধরতে হলে ফাইনালে তামিমকে ১৫০ এবং গ্রাহামকে খেলতে হবে ব্যক্তিগত ১২৪ রানের ইনিংস।
পারভেজ/এসএ