সিলেট পর্বে ফের মাঠে নামছেন সাকিব আর তামিম তবে আলাদা ম্যাচে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টায় রংপুর রাইডার্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আর সন্ধ্যা সাড়ে ৬টায় মাশরাফির সিলেটের প্রতিপক্ষ তামিমের বরিশাল।
ঢাকার মতো সিলেটের মাটিতেও ১ জয় আর ১ হার রংপুরের। সবমিলিয়ে ৪ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে রাইডাররা। সবশেষ ম্যাচে ঢাকাকে বড় ব্যবধানে হারিয়ে, ছন্দে ফিরেছে তারা। এখন সিলেটের বাকি দুটি ম্যাচে জয়ের রথ ধরে রাখতে চাইবে সোহান বাহিনী।
তবে দলে বড় চিন্তার নাম, সাকিব আল হাসান। চোখের সমস্যা কাটিয়ে ঢাকার বিপক্ষে বল করলেও, ব্যাট হাতে নামেননি। কুমিল্লার বিপক্ষে তাই পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে নামবেন কি না, তা–ই এখন দেখার বিষয়।
অন্যদিকে, দারুণ ছন্দে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচে হারলেও বাকি ২ ম্যাচে জয় দিয়ে, টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে চার বারের চ্যাম্পিয়নরা।
এবারের আসরে এখনও জয়ের দেখা পায়নি মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স। ৪ ম্যাচের সবকটিতেই হেরে টেবিলের তলানিতে তারা। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে, জয়ে ফেরার বিকল্প নেই তাদের।
একই অবস্থা তামিমের ফরচুন বরিশালেরও। রংপুরের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও, এরপর থেকেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, গতবারের সেমিফাইনালিস্টরা। ৪ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে, সেরা চার থেকে এখনও দূরে তারা।
আরও পড়ুন: ঘুরে দাঁড়ানোর বিপরীতে চট্টগ্রামের বিপক্ষে হারল সিলেট
এসএ/দীপ্ত নিউজ