বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আজ রাতেই ঢাকায় আসছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। দুজনই খেলবেন বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
আজ কুমিল্লার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দলটির সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল বলেছেন, ‘নাসিম শাহকে আমরা পাচ্ছি না। খুশদিল দুপুরেই আসবেন। এ ছাড়াও আন্দ্রে রাসেল ও নারিন আসছেন।’
আগামীকাল রাতের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে রাসেল-নারিনকে দেখা যেতে পারে। কুমিল্লার এ কোচ বলেছেন, ‘যদি হেড কোচ মনে করেন, তাহলে খেলাবেন।’
বিপিএলের এবারের আসর মাঠে গড়ানোর পর আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়িয়েছে। আরব আমিরাতের মাটিতে আইএলটি-২০ ও দক্ষিণ আফ্রিকায় এসএ-২০ লিগ চলায় বিপিএলে খুব বেশি বিদেশি তারকা দলে ভেড়াতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। তারকাশূন্য বিপিএলে আকর্ষণ বলতে সবেধন নীলমণি হয়ে আছেন পাকিস্তানি ক্রিকেটাররা।
তবে ১৩ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। যে কারণে বিপিএলে খেলতে থাকা সে দেশের ক্রিকেটাররা ইতি মধ্যে দেশে ফিরে গেছেন। ফলে নকআউট পর্ব মাঠে গড়ানোর আগেই ফের বিদেশি তারকাশূন্য হওয়ার শঙ্কায় ছিল বিপিএল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্লে-অফের খেলা নিশ্চিত করেছে ইতোমধ্যে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়নরা। লিগ পর্বে দলটির বাকি আরও দুটি ম্যাচ।