কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা ও কারফিউয়ে বিপর্যয়ে পড়েছে সাভারের বিসিক চামড়া শিল্প নগরী। পরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া সংগ্রহ করা যাচ্ছে না আর কেমিক্যাল সংকটে নষ্ট হচ্ছে মজুদ থাকা চামড়া।
প্রতিবছর কোরবানি ঈদের পরের ২ মাস সারাদেশের আড়তগুলো থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করেন সাভার বিসিক চামড়া শিল্প কারখানা মালিকরা। লবণযুক্ত চামড়ার প্রক্রিয়াজাত শেষে বিদেশী ক্রেতাদের নিকট চামড়া বিক্রি করা হয়।
তবে, সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় এবং সারাদেশে জারি করা কারফিউতে উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন চামড়া শিল্প মালিকরা। কেমিক্যাল সংকটে কারখানাগুলোতেও অলস সময় পার করছেন শ্রমিকরা।
সাম্প্রতিক সহিংসতায় চামড়া শিল্পের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান রিজোয়ান।
উল্লেখ্য, সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে ১৪২টি চামড়া কারখানা সচল রয়েছে।
এম এ হালিম/এসএ/দীপ্ত সংবাদ