পঞ্চগড় জেলা দেবিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এম পি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালীগঞ্জ এসপি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। এতে পরীক্ষার্থীরা পরীক্ষা হলে পর্যাপ্ত আলো পাচ্ছিলো না। ফলে তাদের কয়েকটি কক্ষে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানা যায় ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে বৃষ্টি ও ঝড়ের সঙ্গে সঙ্গে লোডশেডিং শুরু হয়। পরে পরীক্ষাকেন্দ্রগুলোতে অন্ধকার কক্ষে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় বসেন।
এ ব্যাপারে মনোরঞ্জন রায় প্রধান শিক্ষক বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি ও ঝড়ের কারণে লোডশেডিং শুরু হয়। বৈরি আবহাওয়ার কারনে শিক্ষার্থীদের নিয়ে আসা মোমবাতি জ্বালিয়েছে তারা। আমরা দ্রুত জেনারেটরের ব্যবস্থা করেছি। কেন্দ্রে ১০ মিনিটের মতো বিদ্যুৎ ছিলনা দাবি বিদ্যালয় প্রধানের। পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হয়নি বলেও দাবি করেন তিনি। এ কেন্দ্রে ৯ টি বিদ্যালয়ের মোট ৫২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীরা খুব সুন্দরভাবেই তাদের প্রথম পরীক্ষা সম্পন্ন করে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পঞ্চগড় সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এতে পরীক্ষার কেন্দ্রেও কিছু সময়ের জন্য বিদ্যুৎ ছিল না। ফলে কেন্দ্র অন্ধকারাচ্ছন্ন থাকায় মোমবাতি জ্বালানো হয়েছিল। অল্প সময়ের মধ্যে জেনারেটর ব্যবস্থা করে পরীক্ষা নেওয়া হয়েছে। এবারের পঞ্চগড় জেলায় এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পর্যায়ের মোট পরীক্ষার্থী ১৫হাজার ৭শত ৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
গোফরান/আল