নেপালে চলমান বিক্ষোভের কারণে বাংলাদেশ ফিরতে পারছে না জামাল ভূঁইয়ারা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল তিনটার ফ্লাইটে ঢাকায় ফেরার কথা থাকলেও দলটি হোটেল থেকে বের হতে পারেনি। নির্ধারিত ফ্লাইটও বাতিল হয়ে গেছে।
জানা যায়, বিক্ষুব্ধদের একটি অংশ টিম হোটেলে প্রবেশ করলেও বাংলাদেশ ও নেপাল দলের উপস্থিতির বিষয়টি বুঝে তারা সেখান থেকে বের হয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কাঠমান্ডু বিমানবন্দরের কার্যক্রম আংশিক বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।
গত ৩ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে পৌঁছায় দল। গত শনিবার প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
আজ নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো দ্বিতীয় ম্যাচ। কিন্তু কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয় ম্যাচ।