চলতি মাসে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি খেলতে বিকালে বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী।
আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ।
আন্তর্জাতিক ম্যাচগুলো সামনে রেখে দুপুরে দেশে পা রাখার কথা থাকলেও বিকেল পাঁচটায়, শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন লেস্টার সিটি‘র ফুটবলার হামজা চৌধুরীর। তবে নেপাল ম্যাচে হামজা খেলবে কি না, সেটা পুরোপুরি কোচের সিদ্ধান্ত।
আগামী ১৩ নভেম্বর ঢাকা স্টেডিয়ামে হবে এই প্রীতি ম্যাচ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল।
এদিকে, জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলতে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে দেশে আসবেন কানাডিয়ান প্রবাসী শামিত সোম।