আশুলিয়ায় অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি বেভারেজ কারখানাকে সিলগালা ও ৩ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। বুধবার (১২ এপ্রিল) দুপুরে আশুলিয়ার দোসাইদ এলাকায় এগ্রোলী ফুড এন্ড বেভারেজ কারখানায় অভিযান পরিচালনা করে বিএসটিআই।
এসময় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরদারের নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিএসটিআইয়ের সহকারী পরিচালক জিসান আহমেদ তালুকদারসহ কর্মকর্তাবৃন্দ।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, চিপস, ললিপপ, কাস্টার্ড কেক, চানাচুরসহ বিভিন্ন শিশুখাদ্য উৎপাদন করে আসছিলো কারখানাটি। এছাড়া বিদেশী ব্র্যান্ডের টুথপেস্ট,শ্যাম্পু ও হেয়ারজেলসহ বিভিন্ন কসমেটিকস পণ্য মজুদ রেখেছিলো তারা।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানাটিতে উৎপাদিত প্রায় ৩৫ লাখ টাকার পণ্য রয়েছে বলে জানান তারা। পরে দুই ঘন্টা অভিযান শেষে ৩ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত। এসময় কারখানার মালিক পলাতক থাকায় সাত কর্মচারীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে আদালত।
এমি/দীপ্ত