বেনাপোল নোমাসল্যান্ডে বিএসএফের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ।
বুধবার (৩ এপ্রিল) সকালে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন বিজিবি মহাপরিচালক।
প্রথমে তিনি শার্শা কাশিপুর বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের কবরে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অফ অনার প্রদান করেন এবং সেখানে দরিদ্রদের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এরপর মহাপরিচালক পেট্রােপালে বিএসএফ সাউথ বেঙ্গল ডিআইজি একে আরিয়া‘র সাথে সৌজন্য সাক্ষাত এবং উপহার সামগ্রী বিনিময় করেন। এসময় দু‘দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে উভয় দেশের কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন।
পরিদর্শনকাল বিজিবি মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মো. আনোয়ার হোসেন, বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির, যশোর–৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আহমেদ হাসান জামিল প্রমুখ।
জুবায়ের/এসএ/দীপ্ত সংবাদ